পটিয়ায় ২৫ জুন, মঙ্গলবার দুই মহিলা ফুটবল দলের প্রীতি ম্যাচ।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় ক্রীড়া অঙ্গনে মেয়েদের অধিকতর সম্পৃক্তকরন ও মহিলা ফুটবল জাগরণের লক্ষ্যে ২৫ জুন মঙ্গলবার বিকালে তিনটার সময় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন পটিয়া মহিলা ফুটবল একাডেমি বনাম সিলেট স্বপ্নচূড়া স্পোর্টস ক্লাব।
উক্ত খেলা উপভোগ করার জন্য পটিয়া মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম সর্বস্তরের ক্রীড়ামোদী জনতা ও পটিয়ার বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
এদিকে ২৪ জুন সোমবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাট পরিদর্শন করে ভিডিও চিত্র ধারণ করেন প্রতিবেদন করেন পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী। (ভিডিও দেখুন)
Leave a Reply