1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

দুবাই কনসার্টে গাইলেন শাহবুদ্দিন-তশিবা,সুমি

বিনোদন প্রতিবেদক
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সম্প্রতি দুবাই রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুবাই কনসার্ট-২০২৪। জিয়াদ এয়ারের সৌজন্যে অনুষ্ঠিত ঈদ উৎসবে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পীরা যোগ দেন। অনুষ্ঠানের শুরুতেই লাবিব সিনহা ও লন্ডনভিত্তিক বাংলা চ্যানেলের উপস্থাপিকা লীলার উপস্থাপনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণসংগীত ও বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিনের মন মাতানো গানে প্রবাসীদের মাতিয়ে তুলেছেন। এ সময় বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেন জনপ্রিয় সংগীত শিল্পী তশিবা এবং সুমি শবনম। অনুষ্ঠানে কলকাতা থেকে আগত সংগীতশিল্পী অর্পিতা বিশ্বাসের মনমুগ্ধকর গানে প্রবাসীদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।
এস এন এন্টারটেইনমেন্টের আয়োজনে দুবাই কনসার্টটি জিহাদ এয়ার এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো বৈশাখী টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে লি প্যারাডাইস হোটেল এবং তাজ আল বারহা হোটেল।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিহাদ এয়ারের সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন ইমন। মালাবার জুয়েলারির প্রতিনিধিদল, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, লন্ডন গ্রুপের চেয়ারম্যান সীমা ইসহাক, জাহাঙ্গীর আলম রুপু, বৈশাখী টেলিভিশনের মিডিয়া মুখপাত্র দুলাল খান, টপ স্পিড প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী শহিদুল হক, এমদাদুল হক মিলন, লাবনীসহ গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এস এন এন্টারটেইনমেন্ট এর স্বত্বাধিকারী সাচি নূর সাচি দুবাই অর্গানাইজার ফখরুদ্দিন মুন্না ও কামাল হোসেন, কো অর্গানাইজার মো. সিরাজুল হক, শামসুর রহমান সোহেল, সারোয়ার উদ্দিন রনি, সাগর দেবনাথ, শরীফ মাহমুদ, ইফতেখার, আলম, শুভসহ অন্যরা।

সম্মানিত অতিথির বক্তব্যে আয়োজকদের ভূয়সী প্রশংসা করে জিয়াদ এয়ারের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন ইমন বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার বিদেশের মাটিতে প্রবাসীদের সতেজ করে তুলেছে। এই ঈদ উৎসব প্রবাসীদের মনে আনন্দ জুগিয়েছে। তিনি জিহাদ এয়ার এর পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক রুটে জিয়াদ এয়ার মানুষের সেবা দিয়ে যাবে। ইতিমধ্যে জিয়াদ এয়ার দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে জিয়াদ এয়ার মানুষের সেবায় নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost