মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নব-নির্বাচিত হওয়ায়, নারী উদ্যোগতাদের সংগঠন, স্মার্ট ওমেন্স এসোসিয়েশন শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর পক্ষথেকে এক সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শুক্রবার (৫ জুলাই) ২০২৪খ্রিঃ। সন্ধ্যায় শহরের হবিগঞ্জ রোডের সাদি মহল কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, স্মার্ট ওমেন্স এসোসিয়েশন, শ্রীমঙ্গল। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, মিতালি দাশ রুনা’র সভাপতিত্বে ও চামেলি সংহা ও আমিনুর রশিদ চৌধুরী রুমন এর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান, হাজেরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় এর সহধর্মিণী সিমা রায়,সাংবাদিক নান্টু রায়,মিটুন দাশ ও সংগঠনের সকল নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, স্মার্ট ওমেন্স এসোসিয়েশন শ্রীমঙ্গলের সভাপতি, মিতালি দাশ রুনা ও সংগঠনের, রিয়া আক্তার সুমি,খাইরুন নাহার লিপি,মিতা ভুইয়া,শাহনাজ আক্তার শিরিন,সেফালি বেগম,শামীমা চৌধুরী, নুপুর আক্তার লিজা,মালা কৈরী,আখি দেব,মৌআংর প্রমুখ।
অতিথিদের আগমনে এক সাংস্কৃতিক নিত্য পরিবেশেন করা হয়,পরে সংগীত পরিবেশন করেন, প্রান্ত আচার্য, ভবি পাল ও রনি।
এসময় প্রধান অতিথিদের নিয়ে কেক কাটা হয় ও সংগঠনের পক্ষথেকে এক সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি ভানুলাল রায়,তাঁর বক্তব্য সংগঠন প্রশংসনীয় কর্মকাণ্ডের বিষয় তুরে ধরে ধন্যবাদ জানান, তিনি বলেন নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পরিচালনা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী,তিনি সংগঠনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
হু.ক/এসময়
Leave a Reply