ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় কর্মরত (নিরস্ত্র)/মোঃ নূরে আলমের নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র)/মোঃ মোশারফ হোসেন, কং/৭৭৮ রিয়াদ মোল্লা,কং/৬৭৯মোঃ লুৎফর রহমান, কং/৭৮৩মোঃ মাহবুবুর রহমান ৭ জুলাই ২০২৪ রাত ১.৪০ ঘটিকার সময় নাসরিনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভলাকুট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দি গ্রামের মোঃ সাইজ উদ্দিন কবিরের বসত ঘরে অভিযান পরিচালনা করে মোঃ সাইজ উদ্দিন কবির (৩৯), পিতা- মৃত এরশাদ উদ্দিন, মাতা- খাদিজা বেগম, স্থায়ী ঠিকানাঃ- গ্রাম- বাহের বালি, ডাকঘর- হুমায়ুনপুর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানাঃ সাং- ভলাকুট কান্দি, ৬নং ওয়ার্ড, ভলাকুট ইউপি, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত থেকে ৪ টি সীসা কার্তুজ(লীডবল) উদ্ধার করা হয়।পরে আসামীর বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং-৯ ৭ জুলাই ২০২৪।ধারা- THE ARMS ACT, 1878 SEC.19(f) রুজু করা হয়েছে।জানা গেছে আসামীর বিরুদ্ধে হত্যা সহ আরো ৩ টি মামলা চলমান রয়েছে।
হু.ক/এসময়
Leave a Reply