1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

নাসিরনগর থেকে চারটি সীসা কার্তুজ উদ্ধার,একজন গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় কর্মরত (নিরস্ত্র)/মোঃ নূরে আলমের নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র)/মোঃ মোশারফ হোসেন, কং/৭৭৮ রিয়াদ মোল্লা,কং/৬৭৯মোঃ লুৎফর রহমান, কং/৭৮৩মোঃ মাহবুবুর রহমান ৭ জুলাই ২০২৪ রাত ১.৪০ ঘটিকার সময় নাসরিনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভলাকুট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দি গ্রামের মোঃ সাইজ উদ্দিন কবিরের বসত ঘরে অভিযান পরিচালনা করে মোঃ সাইজ উদ্দিন কবির (৩৯), পিতা- মৃত এরশাদ উদ্দিন, মাতা- খাদিজা বেগম, স্থায়ী ঠিকানাঃ- গ্রাম- বাহের বালি, ডাকঘর- হুমায়ুনপুর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানাঃ সাং- ভলাকুট কান্দি, ৬নং ওয়ার্ড, ভলাকুট ইউপি, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত থেকে ৪ টি সীসা কার্তুজ(লীডবল) উদ্ধার করা হয়।পরে আসামীর বিরুদ্ধে নাসিরনগর থানার মামলা নং-৯ ৭ জুলাই ২০২৪।ধারা- THE ARMS ACT, 1878 SEC.19(f) রুজু করা হয়েছে।জানা গেছে আসামীর বিরুদ্ধে হত্যা সহ আরো ৩ টি মামলা চলমান রয়েছে।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost