হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে কৃষি প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে বারোটায় উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ- ২ ( বানিয়াচং ও আজমিরীগঞ্জ) সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লাহ ,সাবেক ইউপি চেয়ারম্যান লেখাছ মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল হালিম সুহেল, এডভোকেট মোঃ আসাদুজ্জামান খাঁন তুহিন, ছাত্রলীগের সভাপতি মোঃ হিফজুর রহমান চৌধুরী (জয়), উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের উৎসাহিত করা। বর্তমানে দেশে সব ধরনের চাষে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।এ উৎপাদন আরও বাড়াতে হবে। সরকার কৃষকদের সুবিধার্থে ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি দিয়ে যাচ্ছে সরকার।
কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১২০০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, গ্রুপ প্রতি ২০কেজি সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
হু.ক/এসময়
Leave a Reply