বেনাপোল জেলা প্রতিনিধি: বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) পদ দীর্ঘ দেড় বছর শূন্য থাকায় ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরের যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে দ্বারস্থ হতে হয় ঢাকার স্থলবন্দর কর্তৃপক্ষের।
বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দরের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে জরুরি ভিত্তিতে বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) পদে নিয়োগ দেওয়া প্রয়োজন। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো গত দেড় বছর ধরে বন্দরে পরিচালক নিয়োগের দাবি করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) পদ গত দেড় বছর ধরে শূন্য। এতে করে ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরের যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে দ্বারস্থ হতে হয় ঢাকার স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ২০১৯ সালের ২৭ অক্টোবর বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) পদে প্রদোষ কান্তি দাসকে নিয়োগ দেন। ২ বছর পর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান।এরপর সর্বশেষ ২০২১ সালের ২ সেপ্টেম্বর ডেপুটি সেক্রেটারি, বিসিএস মো. মনিরুজ্জামান (উপসচিব) বন্দরের পরিচালকের দায়িত্বভার গ্রহন করেন। তিনি ২০২৩ সালের ২২ জানুয়ারি বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে পরিচালক (ট্রাফিক) পদে আর কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি।এরমধ্যে ২০২৩ সালের ২২ জানুয়ারি উপপরিচালক পদে যোগদান করেন আব্দুল জলিল। তিনি ওই সালের ৫ অক্টোবর বদলি হওয়ার পর একই বছরের ১০ অক্টোবর যোগদান করেন বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম (অঃ দাঃ)।
বেনাপোল বন্দর দেশের ব্যস্ততম গুরুত্বপূর্ণ স্থল বন্দর। সরকারের নির্দেশনায় এ বন্দর সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকে। এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রতি বছর প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার বাণিজ্য করে বাংলাদেশ।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, পরিচালক নিয়োগ দিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। তবুও, এখনও কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়ায় বেনাপোল বন্দরের কার্যক্রম বেড়েছে। পরিচালক (ট্রাফিক) পদটি শূন্য থাকায় বন্দরের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।
তবে, বেনাপোল কাস্টমস হাউসে সার্বক্ষণিক একজন কমিশনার দায়িত্ব পালন করে থাকেন বলে জানান তিনি।
হু.ক/এসময়
Leave a Reply