চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মাদার তেরেসা স্বর্ণ পদক পাওয়ায় পটিয়া এপেক্স ক্লাবের ডিনার মিটিং এ ফ্লোর মেম্বার বীর মুক্তিযোদ্ধা কন্যা এপে. পারভীন আকতার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ১২ জুলাই শুক্রবার পটিয়া নোঙর রেষ্টুরেন্টে এপেক্স ক্লাবের মিটিং এ এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রসিডেন্ট এপে. লিয়াকত আলী সেক্রেটারি এন্ড ডিএনই মোরশেদুর রেজা সবুজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী সম্মানিত আলোচক হিসাবে টেলিকর্নফারেন্সে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুল।
প্রধান আলোচক ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি এপে.সুফি মনি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্বকালীন কমান্ডার পারভীন আকতারের পিতা আহমাদ নবী, পটিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার & চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান, পটিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডিরেক্টর জসীম উদ্দীন,বক্তব্য রাখেন টিকে গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, সাজেদা ইয়াসমিন রেখা,এপে. আব্দুল্লাহ ফারুক রবি, আবদুল মোমেন, নাঈম আলমদার, রেখা দাশ, তসলিমা নুর,আরাফাতুন নূর,এস এম আবু হেনা, মাহমুদুল হক প্রমুখ।
এতে বক্তারা বলেন মুক্তিযোদ্বা কন্যা এপেক্সিয়ান পারভীন আকতার সমাজে মানুষের কল্যানে অনেক অবদান রেখে চলেছেন।
তার মুক্ত চিন্তা সমাজকে পরিবর্তনে অগ্রাণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি তিনি একাধিক মানবিক গুনাবলীর কারনেই মাদার তেরেসা স্বর্ণ পদকে ভূষিত হয়েছে এটি আমাদের সকলের ও পটিয়াবাসীর জন্য গর্বের।
সকলকে মানবতার কল্যানে আরও এগিয়ে আসার আহবান করেন বক্তারা।
হু.ক/এসময়
Leave a Reply