সুজন, ক্রাইম রিপোর্টারঃ
জাল কাগজ বানানোর হোতা ট্যাক্সি ড্রাইভার সাইদুর রহমান এখন টরেন্টোর মর্গেজ এজেন্ট এবং রিয়েলেটর।
দীর্ঘদিন যাবত টরেন্টোতে লোন করিয়ে দিবে বলে অযোগ্য প্রার্থীকে জাল ডকুমেন্ট দিয়ে যোগ্য বানিয়ে ব্যাংকে থেকে লোন করিয়ে আসছে।
সম্প্রতি টরেন্টো কমিউনিটি বাংলাদেশের দুটি পরিবারের লোন করিয়েছে BMO ব্যাংক থেকে।
ইন্টারফেস লইয়ারের সহযোগিতায় লোন করে টরেন্টোতে।
সেখানেও সে জাল কাগজের সহযোগিতা নিয়েছে এবং কমিশন দেওয়ার কথা বলে প্রতারণা করেছে।
বাঙালি কমিউনিটির যারা প্রতারিত হয়েছে তারা সাম্প্রতি লইয়ারের আশ্রয় নিয়েছে।
তার নামে টরেন্টো কোর্টে একটি অভিযোগ কিছু দিনের ভেতরে দাখিল হবে।
অভিযোগের একটি কপি Real Estate Council of Ontario (RECO) তে দেওয়া হবে।
সাইদুর জানিয়েছে তাকে সহযোগিতা করেছে BMO ব্যাংকের ইফতেখার মোমেন।
অভিযোগকারিগন RECO তে অভিযোগ জানাবার সময় বিরামটনের ইনটারফেস কোম্পানির কথা ও ইফতেখারের কথা এবং তদন্তের কথা বিশেষ ভাবে জানাবেন বলে আভাস পাওয়া গেছে।
রাষ্ট্রের স্বার্থে এইধরনের করাপশন মানুষের জন্য ক্ষতিকর। পরবর্তীতে এরকম ক্ষতি যেন কারো না হয় তার কারণে তাকে তদন্ত করা উচিত।
Leave a Reply