নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ১০ গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে যোগাযোগের জন্য গত বছর জরিয়াল ঘাটে চারাল কাটা নদীর উপর নির্মান করা হয়েছিল কাঠের ব্রিজ। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানির চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ।
জানা যায়, বাহাগিলী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর সহযোগীতায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে জরিয়াল ঘাটে কাঠের ব্রিজটি নির্মান করা হয়েছিল।
স্থানীয়রা জানান, বাহাগিলী ইউনিয়নের মাঝামাঝি চারাল কাটা নদী বয়ে যাওয়ায় নদীর উত্তর পাড়ে তিন ওয়ার্ড, পরিষদ,স্কুলসহ উপজেলা হওয়ায় দক্ষিণ পাড়ের বাকী ৬ ওয়ার্ড, নিতাই ইউনিয়ন কিছু অংশ ও বাড়ীমুধুপুরসহ দশ গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, কাটের সেতু দিয়ে নির্বিঘ্নে উপজেলা শহরে যেতে পারতাম। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপের কারণে কাঠের সেতুটির মাঝখানে ভেঙে যায়। যার ফলে উল্টো পথে চলাচল করতে হচ্ছে। আমাদের হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত এটি মেরামতের দাবি করছি। স্থানীয় আরেক বাসিন্দা জানান, সেতুটি ভেঙে পড়ায় নদীর ওপাড়ে স্কুল হওয়ার কারণে আমাদের ছেলে মেয়েরা উল্টো পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, দুপারের মানুষের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি নির্মান করা হয়। খরস্রোত আর কচুরিপানার চাপে ব্রিজের মাঝ অংশ ভেঙে যায়। একটি সেতুর জন্য আবেদন করা হয়েছে।
এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ব্রিজ এর জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে ব্রিজের কাজ শুরু করা হবে।
হু.ক/এসময়
Leave a Reply