1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

চিরবিদায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ (১৯৬১-২০২৪)

হাকিকুল ইসলাম খোকন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বাপসনিউজঃ

বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ শিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই। তার প্রয়াণে অত্যন্ত ব্যথিত সবাই।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি হাসপাতালে বুধবার (২৪ জুলাই ২০২৪) সন্ধ্যায় গুণী এই সঙ্গীত শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সঙ্গীতজ্ঞ দম্পতি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ বাংলাদেশের ব্যান্ড গোষ্ঠী ‘মাইলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী।

১৯৯০ দশকের শেষ দিকে শাফিন আহমেদ ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের বাণিজ্য শাখায় ‘বাণিজ্য উপদেষ্টা’ (Trade Advisor) পদে যোগ দিলে কবি ও সাংবাদিক সৈকত রুসদীর সহকর্মী ছিলেন ।

সেই সময়ে ব্রিটিশ হাই কমিশনে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ছিলেন সৈকত রুসদী ও সহ-সভাপতি শাফিন আহমেদকে এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র রচনার দায়িত্ব প্রদান করেন সংগঠন। শাফিন আহমেদ অত্যন্ত সুচারুরূপে সেই দায়িত্ব সম্পাদন করেন।

ব্রিটিশ হাই কমিশনে অনেক গুরু দায়িত্ব দুজন একসাথে পালনকালে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন কবি ও সাংবাদিক সৈকত রুসদী ।অনেকে স্মৃতি তাদের দু”জনের।

শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য। বর্তমানে তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন।

এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত।

এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়।

বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।

তিনি সেই সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।

২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন।

এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন (গিটার), শাহিন (গিটার), সুমন (কি-বোর্ড), উজ্জ্বল (পার্কিশন), শামস (বেজ গিটার) এবং রূমি (ড্রামস)।

পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost