নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সদর থানার পুলিশ টহলরত অবস্থায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত কে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহলপুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কারলিয়া গ্রামের সবুজ মোল্যা (৫৬), খুলনার খালিশপুরের শুভ রায় (২৪), এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের আবু সাঈদ মোল্যা (২৫)। এরা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। এসময় তাদের কাছে থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জমান উদ্ধার করে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়িতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটর সাইকেলসহ ৫ জন কে পুলিশ আটক করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,ডাকাতি করার প্রস্তিতিকালে ৫জন ডাকাত কেনআটক করা হয়েছে। এদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের হয়েছে। শনিবার বিকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
হু.ক/এসময়
Leave a Reply