চৌদ্দগ্রামে ফুটবল খেলে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত।
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রবিন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।
তিনি পৌর এলাকার সেনেরখীল গ্রামের স্বপন মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন প্রতিদিনের মতো শনিবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী লরি (চট্টমেট্রো-ট-৬১-০০৫১) রবিন মিয়াকে চাপা দিয়ে পাশের জমিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে রবিন মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত রবিনের লাশ উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর রবিন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।
Leave a Reply