জাতিকে মেধাশুন্য করার নীলনকশা করে ছাত্রদের আটক -রিমান্ড হচ্ছে : জেএসএফ বাংলাদেশ।
বাপসনিউজঃ
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ আন্তর্জাতিক প্রচার সেল থেকে দেয়া এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, ‘ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার আরেকটি নজির। তাই এই সরকারকে বলব, সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন।’
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিক্রিয়ায় হিংস্র সরকার ও তাদের পালিত বাহিনী।
ছাত্রদের আবারো রাজপথে নামতে হবে।
কারণ ধর-পাকড়, খুন, গুম, মামলা, রিমান্ড গণহারে চলছে।
বৈষম্যের বিরুদ্ধে কোটা বিরোধী বিক্ষোভের নেতৃত্বদানকারী ছাত্রদের ধরে নিয়ে শেষ করে দিচ্ছে।
ছাত্র বিক্ষোভ শুরু করতে হবে।
প্রয়োজনে সারাদেশকে অচল করে মেধাবী ছাত্রদের রক্ষা করতে হবে।
ভারতের পরামর্শে আওয়ামীলীগ মেধা শুন্য করার জন্য শিক্ষার্থীদের গণহত্যা, খুন, গুম, মামলা, রিমান্ড নিয়ে শেষ করে আগামী প্রজন্ম ধ্বংস করা হচ্ছে।
মেধাহীন জাতিতে পরিণত হচ্ছে।
শিক্ষার্থীদের রক্ষার জন্য শিক্ষার্থীদের সাথে রাজপথে মাতাপিতাকে নামতে হবে।
যে রাষ্ট্র মেধা শুন্য করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু।
‘অবৈধ পন্থায় সরকার ক্ষমতায় আসার পরে অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ক্ষমতার মসনদ ধরে রেখেছে।
তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যার ঘটনা, সাজানো রায় দিয়ে বিরোধী দল ও মতের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা প্রদান, ৫০ লক্ষ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং খুন-গুম, রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা-নির্যাতনের পর এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে বিরোধী মতের নেতাদেরকে হত্যা, গ্রেফতার, গুলি করে আদালতে উঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করা হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে। সেখানে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না।’
বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়েছে।
কিন্তু গণহত্যাকারীদের আটক না করে জাতিকে মেধাশুন্য করার নীলনকশা করে ছাত্রদের আটক, রিমান্ড হচ্ছে।
Leave a Reply