1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন সেনা প্রধান - OnlineTV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন সেনা প্রধান

হাকিকুল ইসলাম খোকন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বাপসনিউজঃ

পুজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি ব্যাংকটির পরিচালকের পাশাপাশি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। খবর বাপসনিউজ।

বাংলাদেশ সেনাবাহিনীর মালিকাধীন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান সাধারণত সেনাবাহিনী প্রধানগণ হয়ে থাকেন। প্রসঙ্গত, গত ২৩ জুন ২০২৪থেকে আগামী তিন বছরের জন্য জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।

তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost