নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বালতির পানিতে ডুবে পনেরো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পনেরো মাস বয়সী শিশুর নাম আকিবুর বিশ্বাস। শিশু আকিবুর বিশ্বাস সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। বুধবার শিমুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
পুলিশ ও শিশুটির পরিবার জানান, বুধবার আকিবুর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে পানি ভর্তি বালতির কাছে খেলা করছিল। বালতি ধরে দাঁড়াতে গিয়ে অসাবধানতাবশত শিশুটির মাথা বালতির নিচের দিকে চলে যায়। বিষয়টি কারো নজরে না পড়ায় সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,বিষয়টি খুবই হৃদয়বিদারক দুঃখজনক ঘটনা। ওই এলাকায় পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হু.ক/এসময়
Leave a Reply