1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

নানা আয়োজনে পাইকগাছায় বিজ্ঞানী পি সি রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত 

তৃপ্তি রঞ্জন সেন 
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) এঁর জন্মগৌরবে তার জন্মভুমি দক্ষিণ খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রাম ধন্য হয়েছে। বিজ্ঞানী ছিলেন একাধারে শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক, সমবায় আন্দোলনের পুরোধা এবং রাজনীতিবিদ। পি, সি রায় ১৮৯২ সালে কলকাতার মানিক তলায় মাত্র ৮’শ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ঔষধ শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি এসব কথা বলেন। শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিজ্ঞানের জন্মভিটায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব মো: ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইখতারুল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল ওহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মাহেরা নাজনীন। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শংকর দেবনাথ, ইউপি চেয়ারম্যান  কাজল কান্তি বিশ্বাস ও আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম,পিসি ক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাশ, মোঃ অহেদুজ্জামান মোড়ল। এর আগে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পি সি রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জেলার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলী গ্রামের বিখ্যাত জমিদার বংশের রায় পরিবারে ১৮৬১ সালের ২ আগষ্ট (বাংলা ১২৬৮ সালের ১৮ শ্রাবণ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরিশ্চন্দ্র রায় ও মাতার নাম ভুবন মোহিনী রায়।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost