1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

পটিয়ায় দুই’শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-২। পালিয়েছে মাদক সম্রাট সুমন

সেলিম চৌধুরী
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রামে পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুই’শ লিটার চোলাই মদ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে।৷ গতকাল ১ আগষ্ট পটিয়া থানার ওসি জসিম উদ্দিন এর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি তদন্ত আবদুর রহিম সরকার। এছাড়াও মাদক সম্রাট বোয়ালখালী উপজেলার তালুকদার বাড়ি এলাকার সুমন, দেলোয়ার, মেরা সাইফু পুলিশ এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে এলাকার লোকজনের অভিযোগ সুএে জানায় যায়।

মামলা সুএে জানায় যায়, গ্রেফতারকৃত আসামী-১। সাইফুর রহমান আকাশ (২০), পিতা-মৃত রশিদ আলী, মাতা-ছকিনা বেগম, সাং-মুন্সিপাড়া, বুড়া মসজিদের পশ্চিম পাশে এছাক মাষ্টারের বাড়ী, ০৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন, ২। মোঃ রুবেল (২) মিরাজ (৩৪), পালক পিতা-মৃত নুরুল আলম হেলেদু মিয়া, পালক মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-ধোরলা, কানুনগো পাড়া, সাহাব মিয়ার বাড়ী, ০৭নং ওয়ার্ড, সারোয়াতলী, উভয় থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদের হেফাজত হইতে উদ্ধারকৃত ২০০ (দুইশত) লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও ০১ (এক) টি পুরাতন টুকটুকি গাড়ী, যার রেজিঃ নং-চট্টগ্রাম-ফ-১১-০৩৯৮, ইঞ্চিন নং-MPP1M-11935, চেসিস নং-MPP1T-9750, যার মূল অনুমান-১,০০,০০০/-টাকা এবং মূল জব্দ তালিকাসহ থানায় হাজির হয়ে উপরোক্ত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করছি যে, পটিয়া থানার সাধারণ ডায়েরী নং-১৬৫৪, তারিখ-৩১/০৭/২০২৪খ্রিঃ মূলে আমি সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ১০ ডিউটি করাকালীন অদ্য ০১/০৮/২০২৪ইং তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় হইতে পটিয়া থানাধীন হাবিলাসদ্বীপ ইউনিয়ন এর ০২নং ওয়ার্ডস্থ উত্তর হুলাইন সাকিনে জনৈক মোঃ আব্দুল করিম মনা এর পোল্টিফার্মের সামনে ধলঘাট টু পাঁচুরিয়া বাজার গ্রামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করতঃ বিভিন্ন গাড়ী তল্লাশী করি। তল্লাশীকালে অদ্য ০১/০৮/২০২৪ইং তারিখ সকাল ০৭.১০ ঘটিকার সময় উপরে উল্লেখিত নাম্বারের টুকটুকি গাড়ীটি চেকপোষ্ট এর নিকটবর্তী আসিলে চালককে থামানোর সংকেত দিলে চালক গাড়ীটি থামায়। তখন পুলিশের উপস্থিতি দেখিয়া উপরোক্ত আসামী গাড়ীটি তল্লাশীকালে গাড়ীর পিছনের বডিতে থাকা (ক) ১০ (দশ) টি প্লাস্টিকের বস্তা যার প্রতি বস্তার ভিতরে ০২ (দুই)টি করে সর্বমোট- (১০০২)=২০টি সাদা পলিথিনের পোটলা, প্রতি পোটলায় ১০ (দশ) লিটার করে সর্বমোট-(১০x২০)=২০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও (খ) ০১ (এক) টি পুরাতন টুকটুকি গাড়ী, যার রেজিঃ নং-চট্টগ্রাম-ফ-১১-০৩৯৮, ইঞ্জিন নং-MPPIM-11935, চেসিস নং-MPPIT-9750, যার মূল অনুমান-১,০০,০০০/-টাকা পাইয়া অদ্য ০১/০৮/২০২৪ইং তারিখ ০৭:৩০ ঘটিকার সময় উদ্ধারকৃত বর্নিত আলামত সমূহ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে জব্দ করি।

এদিকে পটিয়া- বোয়ালখালী এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে সুমন, দেলোয়ার, মেরা সাইফুর নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন যাবত পাহাড়ি সুড়ঙ্গ পথে মাদক এনে পটিয়া – বোয়ালখালীসহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। বোয়ালখালী থানার এ এস আই সাইফু তাদের সহায়তা এ মাদক ব্যাবসা চালাচ্ছে জমজমাট এমনই অভিযোগ এলাকাবাসীর। সুমন কে পটিয়া থানার পুলিশ তাড়া করলে সে বোয়ালখালীতে পালিয়ে গিয়ে পুরোধমে মাদক ও ইয়াবা বিকিকিনির করছে। তাদের সাথে জড়িত রয়েছে বোয়ালখালী উপজেলার বিএনপির সমর্থিত এক ইউপি চেয়ারম্যান। এ বিষয় চট্টগ্রাম পুলিশ সুপার, পটিয়া থানার ওসি জসিম উদ্দিন ও বোয়ালখালী থানার ওসির হস্তক্ষেপ কামনা করে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost