চট্টগ্রাম জেলা প্রতিনিধি: পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপি অফিসের সামনে এক বিশাল বিজয় সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম
সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক – মফজল আহমদ চৌধুরী, রেজাউল করিম নেছার, একে এম জসীম, মঈনুল আলম ছোটন, শফিকুুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, কামাল উদ্দীন, আবুল বশর সওদাগর, মোজাম্মেল হক চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম কমিশনার, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, তৌহিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, জেলা যুবদলের সহসভাপতি হাজী আবদুল মন্নান তালুকদার, যুগ্ম সম্পাদক আবুল হোসেন বাবুলল, হামিদুর রহমান পিয়ারু, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত, সদস্য সচিব আবু নোমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, মোহাম্মদ শাহাদাত, রেজাউল করিম মিজান প্রমূখ। এতে প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক চট্টগ্রাম ১২ আসনের সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশে শেখ হাসিনা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। রাজনৈতিক মামলা দিয়ে বিএনপির চেয়ারম্যান সহ লাখ লাখ নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে স্রৈরশাসন চালিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আজ ছাত্ররা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশবাসীকে যে বিজয় এনে দিয়েছে তা শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিস্ময়। তিনি বেগম জিয়া সহ সকল রাজ বন্ধির মুক্তি নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সব ধরনের ভাংচুর জাতীয় ঘটনা পরিহার কর রাষ্ট্রের সম্পদ রক্ষার আহবান জানান।
হু.ক/এসময়
Leave a Reply