চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া আল জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার ছাত্র ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ গতকাল পটিয়া উপজেলা পরিষদের সন্নিকটে নির্মিত রাজাকার ঘৃণাস্তম্ভ ভেঙ্গে অপসারণ করেছে। ঘৃণাস্তম্ভটি ২০১৩ সালে সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন। স্বাধীনতা বিরোধী চক্র রাজাকারের হায়েনার রূপ দিয়ে নির্মিত ঘৃণাস্তম্ভে বেশ কিছুদিন ধরে বিজয় দিবসের সময় মুক্তিযোদ্ধারা ঘৃণাস্তম্ভে গিয়ে থুথু মারত। ছাত্র আন্দোলনের পর মাদ্রাসার ছাত্ররা ঘৃণাস্তম্ভ মূর্তিটি ভেঙ্গে অপসারণের উদ্যোগ নেয়। এপ্রসঙ্গে পটিয়া ওলামা পরিষদের সমন্বয়কারী আনোয়ার হোসেন রব্বানী জানান ইসলামের রোকনে মূর্তি স্থাপন করা হারাম। হযরত নবী করিম সাঃ পৃথিবীতে পদার্পণ করে সকল মূর্তি অপসারণ করেন এবং মূর্তি পূজা বন্ধ করেন। কিন্তু এদেশ ইসলামী রাষ্ট্র হলেও আওয়ামীলীগের শাসন আমলে শেখ মুজিব সহ বিভিন্ন জনের মূর্তি নির্মাণ করে কোটি কোটি টাকা ব্যয় করেছে। যাহা অহেতুক রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ধ্বংস করেছে। মূর্তি ভাঙ্গা কর্মসূচীতে অংশ নিয়ে গতকাল ওলামা পরিষদ পটিয়া মেডিকেল, পৌরসভা, উপজেলা পরিষদ ও কৃষি অফিসের সামনে শেখ মুজিব এর মূর্তি সহ ৫টি মূর্তি ভেঙ্গে অপসারণ করা হয়। মাওলানা আনোয়ার হোসেন রব্বানী আরও জানান যে সমস্ত স্থানে মূর্তি অপসারণ করা হয়েছে সেসব স্থানকে বিজয় চত্বর নামকরণ করা হয়েছে। মূর্তি ভাঙ্গা কর্মসূচী চলাকালে ওলানা পরিষদের সমন্বয়ক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাফেজ নাছির উদ্দীন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা হাসান, মাওলানা আজগর হোসেন প্রমুখ।
হু.ক/এসময়
Leave a Reply