1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনায় পটিয়ায়  বিএনপির দোয়া মাহফিল         

সেলিম চৌধুরী
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রাম পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক এমপি জননেতা আলহাজ্ব  শাহাজাহান জুয়েল এর সার্বিক সহযোগীতায় আজ এক দোয়া মাহফিল ও আলোচনা সভা, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আবদুল জলিল চৌধুরী সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বদরুল খায়ের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মোজাম্মেল হক,,বক্তব্য রাখেন, বিএনপি নেতা, আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি, চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জাহেদুল হক,  বিএনপি নেতা,  জিল্লুর রহমান, ইছমাইল চৌধুরী, মুজিবুর রহমান,আলমগীর তালুকদার টিপু, ইদ্রিস পানু, শাহাবুদ্দিন খোকন, নজরুল ইসলাম হাসানুজ্জামান বাবু, শফিউল আযম, নুরুল আমিন, ফোরকান মাষ্টার,  আবদুল  করিম,  ফজলুল কাদের,জেলা যুবদলের সহ সভাপতি,  শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মোহাম্মদ মনির, বিএনপি নেতা, মনছপ আলী,জসিম উদদীন, আবুল হোসেন,  আবু সোলতান,  মোহাম্মদ আকতার,  মনছুর শরীপ, সেলিম উদদীন,  সালাম ফারুকী, মকসুদুল করিম, আমিনুল হক, বছিরুল আলম, রিজুওনাল হক রিজু,  আমিন মেম্বার, আবু বক্কর রায়হান, আবু বক্কর রায়হান, নাসির মেম্বার, মোহাম্মদ ওসমান,হাসমত আলী, জানে আলম, আবদুর রহমান,   যুবদল নেতা, মাইমুনুল ইসলাম মামুন,  নাসির উদ্দীন, জমির উদদীন আজাদ, রাসেল, আবদুল মোমেন শিকদার,  শাহাজাহান সিরাজ,  মোজাম্মেল হক সোহেল, মোঃশাহিনুল ইসলাম  সানু, সেলিম উদদীন,   আবদুল হাকিম, সোলাইমান,  সোহান,বাকের, জমির, আনিস, নাসির মেম্বার,  আবু শহীদ রমজান, খোকন শাহ,পাভেল,  ফোরকান, পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক, দিদার, সহ সভাপতি,মোহাম্মদ  মুছা, আবছার, শাহআলম, রফিক  মোহাম্মদ ফারুক, নাজিম, মফিজ, মুছা সুমন,মোঃ হাবিব,  গাজী হাসান,এনাম, আরিফ, ছাত্রদল নেতা, জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, মাহতাবউদ্দিন উদদীন সবুজ, আবদুল লতিফ, দিদার, নাছিম রিয়াজ,   প্রমূখ। সভায় বক্তারা,পটিয়া উপজেলা ও পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড় পাড়া মহল্লায়  শান্তি প্রতিষ্ঠায় সব এলাকায় সকল নেতাকর্মীকে স্ব স্ব এলাকায় সজাগ সচেতন থেকে দেশের এই দুঃসময়ে আইন শৃঙ্খলা বাহিনী কে সার্বিক ভাবে সহযোগিতা করার আহবান জানান।

দুঃখ জনক ভাবে কিছু কিছু সংগঠিত কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এসব থেকে বিরত থাকার আহবান জানিয়ে স্বস্ব এলাকার ছাত্র জনতাকে  সংগঠিত করে  সংগঠন কে শক্তিশালী করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost