চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিশু ছাএ তানভীর আলম (১১)কে পিটিয়ে রক্তাক্ত আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত তানভীর আলম ঐ এলাকার সামশুল আলম এর পুএ। ঘটনাটি ঘটেছে গত ১৩ আগষ্ট, বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এ ঘটনায় আহত শিশুর পিতা শামসুল আলম বাদী হয়ে ১৫ আগষ্ট বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ে করেছে।
অভিজ্ঞতা সুএে জানায় যায়, বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা আকতার (৩৬), গত ১৩ আগষ্ট দুপুর অনুমান ২ ঘটিকার সময় বিদ্যালয়ের টিফিন ছুটিতে তানভীর আলম সহপাঠীদের সাথে খেলাধূলা করাকালে উপরোক্ত বিবাদী সহকারী শিক্ষিকা হঠাৎ তানভীর আলমকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সামনে তাহার হাতে থাকা বেত দিয়া বেধরক পিটাইয়ে
হাতে, পায়ে, পিটেসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা ও বেদনাদায়ক জখম করে। এতে তানভির আলমের বাম হাতে বাহুতে এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বলে অভিযোগ সুএে জানায় যায়।এঘটনার বিষয়ে তানভীর আলম এর বাড়ি স্কুল সংলগ্ন হওয়ায় তার মা তাহেরা বেগম (২৭) খবর পেয়ে স্কুলে গিয়ে সহকারী শিক্ষিকা আসমা আকতার’,কে তার ছেলেকে মারার কারণ জিজ্ঞাসা করিলে বিবাদী অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং আমার ছেলের জন্মের ঠিক নাই বলিয়া অপমানমূলক কথাবার্তা বলে। বিদ্যালয় ছুটির পর আমার ছেলে বাড়িতে যাইয়া আমাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাইলে আমি বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া আপনার শরণাপন্ন হয়েছে অভিজ্ঞতা সুএে জানায় যায়। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান আহত শিশুর পিতা শামসুল আলম। তিনি জানান, উক্ত শিক্ষিকার বাড়ি স্কুলের পাশে হওয়ায় আত্ম অহমিকা ও শিশুদের মারধর করে যাহা সরকারি নিয়মনীতি অনুসরণ না করে স্কুলে তার ছেলে তানভীর আলম কে বেত্রাঘাত করে।তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষ তদন্ত সাপেক্ষে উক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
হু.ক/এসময়
Leave a Reply