অরল্যানডা ফ্লোরিডায় জাতীয় শোক দিবস পালন।
বাপসনিউজঃ
গত শনিবার ১৭ আগস্ট ২০২৪, অরলান্ডোর বোম্বে গ্রীলে রাত সাড়ে আটটায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
জাতির অশ্রুবহ বেদনাত্মক দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ, মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাসহ পনেরো আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের স্থায়ী শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বক্তাদের আলোচনার সার সংক্ষেপ: একটি স্বাধীন রাষ্ট্র , একটি দেশ, একটি মানচিত্র ও মেহেনতী মানুষের মুক্তি আমরা যাঁর নেতৃত্বে পেয়েছিলাম, তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের কারিগর, স্রস্টা ও জাতির পিতা।
বিশ্বের মুক্তিকামী মানুষের মহানায়ক বঙ্গবন্ধুকে পঁচাত্তুরের এই দিনে কিছু দুষ্কৃতিকারীরা সপরিবারে হত্যা করে।
আর চব্বিশ সালের এই আগস্টে বাঙালির আবেগভূমি বঙ্গবন্ধু মিউজিয়ামকে পুড়িয়ে দিয়ে, ভাস্কর্য মনুমেন্ট, শহীদ মিনার ভেঙে দিয়ে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মহান বিজয়কে অপহরণ করার অভিসন্ধি করে।
যার উদাত্ত আহবানে ত্রিশ লক্ষ মানুষ আত্মহুতি দিয়ে এদেশ শত্রুমুক্ত করে মহান বিজয় অর্জন করেছে, তা অধ্যাদেশ দিয়ে, দমন পীড়ন করে, শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করতে না দিয়ে, মানুষের অধিকার, অক্ষয় ভালোবাসা, শ্রদ্ধাকে নির্বাসন করা যাবে না।
আজ নেতৃত্বের কিছু ভুলের কারণে, অতি উৎসাহীদের দৌরাত্বে, লুটেরাদের কর্মযজ্ঞে এই পরিবর্তন কেন হলো, বুঝতে হবে।
ইতিমধ্যে এর পিছনের মদদ দাতাদের রহস্য উম্মোচিত হয়েছে। আমাদের ইতিহাসে বিরোধী মতকে সহ্য করার সংস্কৃতি নেই।
পরের দোষ অনুসন্ধানে আমরা ব্যাকুল, আর নিজের দোষ ঢাকতে আকুল।
মেয়ের কারণে জাতির পিতাকে অসম্মান প্রদর্শন বিকৃত মানসিকতা।
ভবিষ্যতের প্রয়োজনে নিজ সংগঠনে শুদ্ধি অভিযান প্রয়োজন। অসৎদের বহিস্কার করন এবং দোষীদের শাস্তি দেওয়া বাঞ্চনীয়।
দল যেন অপরাধ চক্রের হাত থেকে রাহুমুক্তি পেয়ে মাটি আর মানুষের কাছে ফিরে আসে। অপরাধীর শাস্তি হোক, নিরাপদরা মুক্তি পাক, সত্য ও ন্যায়বিচার ও গণতন্ত্র দ্রুত ফিরে আসুক।
অনিয়ম, বৈষম্য, জাতির বিবেক, মুক্তিযুদ্ধের আদর্শ, শহীদের স্বপ্ন জাগ্রত হোক।
পক্ষে, বিপক্ষে, নিরপক্ষে এই আন্দোলনে ও আন্দোলন উত্তরে যাদের রক্ত ঝরেছে, তারা সবাই এ মাটির সন্তান। আল্লাহ তাদের সকলকে শহীদের মর্যাদা দিন।
গুজব দমন করুন।
আমরা যেন মানবতা সম্প্রীতির শান্তিময় বাংলাদেশ ফিরে পাই। দল যেন আত্মশুদ্ধি করণে হৃত গৌরব ফিরে পায়।
পূর্বাহ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। তাঁকে অসম্মানের জন্য মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা বিপুল সংখ্যাক আওয়ামী লীগনেতা কর্মী অংশনেয়। আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিষ্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
দোয়া ও নৈশ ভোজ শেষে রাত এগারোটায় শোকসভা শেষ হয়।
Leave a Reply