চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- ১৯ আগস্ট সোমবার সকাল ৭ টায় পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৫ ওয়ার্ডের আলমদার পাড়াস্হ মাঝের বাড়ীর আবদুল মান্নান এর মেঝ মেয়ে স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রনীর ছাএী তাহমিদা মান্নান (নিঝুম) (৮) পাশ্ববর্তী মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ঘুমান্ত অবস্থায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেন ( ইনালিল্লাহে—-রাজেউন)। এতে আবদুল মান্নান এর ঘরটি ধুমডে মুচকি ব্যাপক ক্ষতি হয়েছে। শিশু নিঝুম এর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঝুমের পিতা- মাতা, জেটা জেটী,,চাচা চাচীসহ আত্মীয় স্বজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মান্নানের পরিবারের অভিযোগ, পাশ্ববর্তী আমিনুল হকের মাটির ঘরটি দীর্ঘ দিন যাবত ঝুঁকিপূর্ন অবস্থায় থাকলে ও আবদুল মান্নান এর পরিবারের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া সত্বেও তা কর্নপাত করেনি। ফলে আজ এই মর্মান্তিক ঘটনাটি গঠে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন।
হু.ক/এসময়
Leave a Reply