1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

নড়াইলের উজিরপুরে বার্ষিক পবিত্র চেহলাম অনুষ্ঠিত

মৌসুমী নিলু 
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নড়াইল প্রতিনিধি: নড়াইলের উজিরপুরে বার্ষিক পবিত্র স চেহলাম অনুষ্ঠিত হয়েছে। ৬১ হিজরি সনের ১০ ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে স্বৈরাচার, পাপিষ্ঠ, জালিম ইয়াজিদ ও তার সৈন্য বাহিনীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জান্নাতের যুবকদের সর্দার, মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর প্রাণ-প্রিয় দৌহিত্র, হযরত ফাতেমা (সাঃ আঃ) ও হজরত আলী (আঃ) এর কলিজার টুকরো হযরত ইমাম হোসাইন (আঃ) কারবালা প্রান্তরে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মনোভাব পোষণ করেন। ইয়াজিদ ও তার দোসররা কুফার পথে কারবালা নামক স্থানে ইমাম হোসাইন (আঃ) এর পরিবারকে এবং তাঁর সঙ্গী সাথীদের সহ ৭২ জনকে অবরোধ করে তাদের কাছ থেকে জোর পূর্বক বাইয়াত নিতে চাইলে ইমাম হোসাইন (আঃ) বাইয়াত দিতে অস্বীকার করেন এবং সাফ জানিয়ে দেন যে ইয়াজিদের মত দুঃশচরিত্রবান লম্পট,জালিমের হাতে বাইয়াত গ্রহনের কোন প্রশ্নই আসেনা তখন ইয়াজিদ বাহিনী ইমামের কাফেলাকে অবরুদ্ধ করে রাখে এবং খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। এভাবে ৮ দিন অবরুদ্ধ রাখার পর ইমামের পরিবারের শিশু দেরকে সহ যুবকদেরকে ও ইমাম হোসাইন (আঃ) কে ক্ষুধা ও তৃষ্ণার্ত অবস্থায় নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনার স্মরণকে কেন্দ্র করে প্রতি বছর আশুরার চল্লিশ দিন পর পবিত্র চেহলাম অনুষ্ঠান উদযাপিত হয়। অদ্য ২৫শে আগস্ট ২০২৪ ইং ১৯ শে সফর ১৪৪৬ হিজরি রোজ সোমবার বাদ যোহর নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামে মসজিদ আল আবুতালিব সংলগ্ন কেন্দ্রীয় ইমাম বাড়িতে এক শোক মজলিসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা সৈয়দ রেজা আলী যাইদী সৈয়দ মাহবুব আলী জাইদি মোঃ আলীরেজা জনাব মোঃআব্বাস আলী মো: আসগর আলী জনাব মোঃ মনজুরুল ইসলাম জনাব মাওলানা মোঃ ইয়ানুর হোসেন প্রমুখ। আলোচকবৃন্দ ইয়াজিদ ও তার দোসরদের এহেন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র জীবন আদর্শে উজ্জীবীত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবন যাপন করতে আগ্রহী হতে উৎসাহিত করেন।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost