1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রাস্ট্র সংস্কার এর দাবিতে সুজন'র মানববন্ধন কর্মসূচি পালিত  - OnlineTV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

রাস্ট্র সংস্কার এর দাবিতে সুজন’র মানববন্ধন কর্মসূচি পালিত 

আমির হোসেন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শনিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় নগরীর বাস স্ট্যান্ডে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির আয়োজনে রাস্ট্র মেরামতের মাধ্যমে একটি গনতান্ত্রিক,অসাম্প্রদায়িক ও মানবিক রাস্ট্র বিনির্মানের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে ছাত্র,শিক্ষক,সাংবাদিক, নারী নেত্রী সহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা। সাধারণ সম্পাদক প্রভাষক মো:আমির হোসেন, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া, সমাজকর্মী ও সুজনের পৌরসভার সমন্বয়ক বালী তাইফুর রহমান তূর্য, নারী নেত্রী সোনিয়া আক্তার আরজু,রাজনৈতিক দল ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আতিকুল্লাহ ,ন্যাশনাল পিপলস পার্টির ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মো: ফোরকান হোসেন, নলছিটি রেডক্রিসেন্ট সেচ্ছাসেবী ইমরান হোসাইন, রাকিব হোসাইন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।

এসময় বক্তারা দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত কূটনীতিক সমাধানের তাগিদ দেন।তারা অভিযোগ করে বলেন দেশে দীর্ঘদিন গনতন্ত্র না থাকায় দেশ কুটনৈতিকভাবেও দুর্বল হয়ে পরেছে ।যার ফলে ভারত সকল ধরনের সুযোগ সুবিধা নিলেও বাংলাদেশকে সব সময় বিভিন্ন ভাবে কোন ঠাসা করে রেখে আসছে।এজন্য কূটনৈতিক শক্তি বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে পরামর্শ দেন।এছাড়াও রাস্ট্র এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সাংগঠনিক গনতন্ত্র চর্চা নিশ্চিতকরনের তাগিদ দেন।কেননা দেশের রাজনৈতিক দলগুলোর নিজেদেরই গনতান্ত্রিক চর্চা নেই,তাদের বিভিন্ন সংগঠনের কমিটিও গনতান্ত্রিক উপায়ে করেন না।অনেক সময় একই ব্যক্তি যুগ যুগ ধরে একই পদে আসীন থাকেন। যার দ্বারা প্রমান হয় দলগুলোর নিজেদেরই গনতান্ত্রিক চর্চা নেই। তাদের সাংগঠনিকভাবে গনতন্ত্র চর্চার অভ্যাস গড়া উচিৎ বলেও তারা মন্তব্য করেন। এছাড়াও মিথ্যা সাম্প্রদায়িক অসৌহার্দ্য দেখিয়ে রাজনৈতিক কুচক্রী মহলের ফায়দা লোটার সংস্কৃতির বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য নাগরিকদের আহবান জানান।

বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করে এসেছে,ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।এছাড়াও এদেশের ছাত্র,জনতা সব সময়ই মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সহ সার্বিক বিপর্যয়ের সময় ঐক্যবদ্ধ হয়ে ববন্যার্তদের পাশে দাড়াতে ও মানবিক রাস্ট্র বিনির্মানে নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। রাস্ট্রের ভেঙ্গে পড়া কাঠামো সংস্কারে নাগরিকদের ধৈর্য্য ধরে সময় দিয়ে অন্ত:বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখতে সকলকে আহবান জানান।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost