জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারে দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারে দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রাজধানীর মেহেরবা প্লাজায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন যে বাংলাদেশে ৬৩ শতাংশ ভূমিহীন পরিবার রয়েছে।
তারা দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধান সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে এবং রাষ্ট্রপতিকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।
তারা বলেন, স্বৈরাচার সরকারের এজেন্ট হিসাবে এই রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়াতে রয়েছেন। অনিতেবিলম্বে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির-উদ্দিন, সিনিয়র সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছামিউল আলম রাসু, ছাত্র সংগঠক ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল হুসাইন, অর্থ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন রাকিবসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যদের নিয়ে এক মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply