1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
পিটিয়ে বাবা ডাকানোর কথা বললেন অরুণা, তাপসের অনুরোধ - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

পিটিয়ে বাবা ডাকানোর কথা বললেন অরুণা, তাপসের অনুরোধ

বিনোদন প্রতিবেদক
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদ মুখর হচ্ছেন শিল্পীরা। এর মধ্যে সর্বোচ্চ সমালোচনার জায়গাটি অর্জন করেছেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। যিনি আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে প্রোফাইল লাল করার দায়ে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে ‘পেটানো’র আগ্রহও প্রকাশ করেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে। গ্রুপে দেখা যাচ্ছে, নায়ক ফেরদৌস তাপসের লাল প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন গ্রুপটিতে। এরপর অরুণা মন্তব্য করেছেন এই বলে, ‘এই যে দেখুন সরকারের প্রিয় মানুষ তাপস (গান বাংলা)। বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’ এমন মন্তব্য ফাঁস হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠছে সোশ্যাল হ্যান্ডেল। গ্রুপটিতে অরুণা বিশ্বাসের অন্য মন্তব্যগুলো ভাইরাল। বিষয়টি কৌশিক হোসেন তাপসের নজরেও এসেছে। জানিয়েছেন প্রতিক্রিয়া।

তাপস বলেন, ‘‘পুরো ব্যাপারটায় সর্বপ্রথম দুর্বৃত্তের আক্রোশের শিকার গানবাংলা টেলিভিশন চ্যানেল! তাহলে ‘আলো আসবেই’ গ্রুপ থেকেই বা কেন আমাকে নিয়ে আলোচনা বাদ যাবে! এই আলো আসলে কী ধরনের আলো? সোশ্যাল মিডিয়াতে আজ স্ক্রিনশটের জোয়ার এই আলোর সাথে পরিচয় করিয়ে দিলো, সেই সাথে শিল্পী নামক কিছু অমানুষের মুখোশ উন্মোচন হলো।’’

এরপর সরাসরি অরুণা বিশ্বাসের করা মন্তব্যের প্রতি নজর দিলেন তাপস। তার ভাষায়, ‘‘আমি তাপস, একজন শিল্পী, একই সাথে শতাধিক পেশাদার শিল্পীর শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছি। মুখোশ পরতে না পেরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সব রক্তপাতের বিপক্ষে এবং মানবতার পক্ষে অবস্থান নেয়ায় আমাকে আলোর পথে ফিরিয়ে আনতে চেয়ে অরুণা বিশ্বাস যে ‘বাবা’ ডাক শেখাতে চাইলেন! আমি তো ছোটবেলা থেকেই জেনেছি, মহান আল্লাহর মতো আমারও বাবা এক, অদ্বিতীয়। কাজেই এই ডাকটি আমি ছোটবেলা থেকেই জানি। বরং ‘বাবা’ ডাকের মর্ম না বুঝলেই তো ছাত্রদের গায়ে গরম জল ঢেলে দেবার মতো ভয়ংকর ভাবনা প্রসব করা যায়!’’

শেষে তাপস অনুরোধ করলেন গণমাধ্যমের প্রতিও। তার অনুরোধ, ‘একজন শিল্পী হিসেবে শিল্প ছাড়া কোনও নোংরা তথ্যের জন্ম আমি দিতে চাই না। আর আপনাদের কাছেও আমার অনুরোধ, সঠিক তথ্য যাচাই বাছাই না করে কারও শিল্পীসত্তাকে হত্যা করবেন না।’

বলা দরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে পড়ে শিল্পীদের নামে।

‘আলো আসবেই’ গ্রুপটিতে আরও ছিলেন সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, রওনক হাসান, মাসুদ পথিক, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এসএ হক অলীক, লিমন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost