1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

প্রকাশ পেলো নতুন গান ‘ভালোবাসার চাদর’

বিনোদন প্রতিবেদক
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সম্প্রতি প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও ‘ভালোবাসার চাদর’। এ আর রাফিনের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন এ আর রাফিন নিজেই।গানটিতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন এ এইচ তূর্য। গানের ভিডিওতে মডেল হয়েছেন এ আর রাফিন ও মনি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এ এইচ তূর্য।

গান প্রসঙ্গে কন্ঠশিল্পী এ আর রাফিন বলেন, গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিও ভালো লাগবে।

মডেল ও অভিনেত্রী মনি বলেন, কন্ঠশিল্পী এ আর রাফির গাওয়া ‘ভালোবাসার চাদর’ শিরোনামের গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিলো। আশা করছি গানটি দর্শক গ্রহন করবে।

পরিচালক এ এইচ তূর্য বলেন, এ আর রাফিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নির্মিত মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। গানটি দারুণ হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost