1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সিরাজগঞ্জের বেলকুচিতে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময় অনুষ্ঠিত - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সিরাজগঞ্জের বেলকুচিতে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময় অনুষ্ঠিত

আশিকুল ইসলাম
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিগত দিনে সব দোষ কি পুলিশেরই ছিল? আর কেউ কিছু করেনি? আপনারা সবাই আইনের কথা বললেন, শুধু পুলিশকে আইন মেনে চলার কথা বললেন, দেশে আর কোন বাহিনী ছিলো না? তারা কিছু করেনি? দেশে ২৯টা ক্যাডার সার্ভিস রয়েছে। তাদের কোন দায়িত্ব ছিলনা? সব দায়ভার এখন পুলিশের? আর পুলিশ আইন মেনে চলবে, এজন্য অনেক আইন আছে।

পুলিশ আইন মেনে চলার জন্য ২০০৭ সাল থেকে পুলিশ কমিশন গঠন করার অনেক চেষ্টা করেছে।

তবে শুধু পুলিশ আইন মেনে চললেই হবে না, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন মেনে চলতে হবে।

এমন মন্তব্য করে বুধবার বিকেলে ১১ই সেপ্টেম্বর বেলকুচি থানা চত্বরে এক মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক ডিআইজি আলমগীর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল মোঃ রাফিউর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তদন্ত ওসি আব্দুল বারিক, উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, ছাত্র সমন্বয়ক সদস্যসহ বিভিন্ন দলের নেতাকর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost