1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
সাভারের ভাকুর্তায় সীমানা পিলার সাইনবোর্ড ভেঙে জমি দখলের অভিযোগ - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

সাভারের ভাকুর্তায় সীমানা পিলার সাইনবোর্ড ভেঙে জমি দখলের অভিযোগ

মিতুল
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সাভারের ভাকুর্তায় সীমানা পিলার সাইনবোর্ড ভেঙে জমি দখলের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক:

সাভারের ভাকুর্তা ইউনিয়নে বটতলার হিন্দু ভাকুর্তা মৌজার স্থানীয় নান্নু মিয়ার পুত্র জুলহাস মিয়ার আমমোক্তারকৃত ৩১ শতাংশ জমি জবরদখল করতে উঠে পড়ে লেগেছে ভূমিদস্যু সন্ত্রাসীগন।

সাভার মডেল থানায় করা অভিযোগসূত্রে দেখা যায়, রেজিষ্ট্রিকৃত নামজারী করা ভূমি নিয়মিত খাজনা পরিশোধ করে সীমানা প্রাচীর ও সাইনবোর্ড নির্মাণ মাধ্যমে ভোগদখলীয় এ জমিতে হঠাৎ মোঃ মর্তুজ আলী (৫০) ও মোঃ মোশাররফ হোসেনসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী অনধিকার প্রবেশ করে ভাংচুর চালায় ঐ জমিতে।

০৬/০৯/২০২৪ তারিখে আনুমানিক সকাল ১১ টায় বলিয়ারপুর নগরকোন্ডা এলাকার ভূমিদস্যু মর্তুজ ও মোশাররফের নেতৃত্বে এমন হামলার ঘটনায় চরম উৎকন্ঠা ও ভীতিতে রয়েছে জুলহাস ও তার পরিবার।

স্বৈরাচারী সরকারের পতনের পর দখলবাজ ভূমিদস্যুরা রুপ পাল্টে সুবিধাভোগীদের যোগসাজশে এই সন্ত্রাসী বাহিনী পূর্বের ন্যায় বে আইনী জবরদখল চালাচ্ছে বলে জানান ভুক্তভোগী।

এর আগেও জাল দলিল তৈরি করে এ জমি তারা কিনেছেন বলে দাবী করলে ভুক্তভোগী জুলহাস সিনিয়র সহকারী জজ, সাভার আদালতে ৩০০/২০১৫ মামলা করলে বিবাদীদের দেখানো দলিল মিথ্যা প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে মোশাররফ এর সাথে কথা বললে তিনি জানান জমিটি আমরা আগে কিনেছি ও তাদের নামজারী বাতিল ও মামলার আদেশের বিরুদ্ধে আপিল করেছি।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি সঠিক তদন্তের মাধ্যমে ভূমিদস্যু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দখলবাজমুক্ত এলাকা গঠনে কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost