1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নিউইয়র্কে দেখা হচ্ছে না ইউনূস-মোদির - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

নিউইয়র্কে দেখা হচ্ছে না ইউনূস-মোদির

হাকিকুল ইসলাম খোকন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বাপসনিউজঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার (২৩সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন।

তবে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউনূসের দেখা হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে।

জবাবে তিনি বলেন, ওনাদের দুজনের (ইউনূস-মোদি) উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না।

কারণ, মোদি একটু আগে চলে আসছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন।

কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভবনা নেই বলেই মনে হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেও মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।

এরই মধ্যে শেখ হাসিনার ইস্তফা এবং তার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ৫ আগস্ট প্রবল জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন।

এদিকে, বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস একাধিক বার শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে থেকে তার বিবৃতির প্রসঙ্গ তুলে কথা বলেছেন।

বিষয়টি ভালো ভাবে নেয়নি দিল্লি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।

এই টানাপোড়েন থেকে হয়তো উভয়পক্ষ চাইছে না নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost