কালিহাতীতে উৎসাহ-উদ্দীপনায় দিবানিতা কালিপূজা উদযাপন
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ নিয়ে দিবানিতা কালিপূজা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১৩টি ইউনিয়ন এবং দুটি পৌর এলাকায় বিভিন্ন শ্মশান ঘাট, কালি মন্দির এবং পাড়ায় পাড়ায়, পুকুরের ঘাটলায় দিবানিতা বা শ্যামাপূজার ঝলমলে আয়োজনের মধ্যে ধর্মপ্রাণ ভক্তরা কালিপূজায় অংশগ্রহণ করেন।
৩১ অক্টোবর সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং রাতভর চলে পূজা, প্রার্থনা এবং নানান আচার-অনুষ্ঠান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া বলেন, “হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে কালিহাতীর পূজারীদের শান্তিপূর্ণভাবে উৎসব পালনে আমাদের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
স্থানীয় বিএনপির নেতা হারুন মেম্বার বলেন আমরা হিন্দুদের সকল বিষয়ে সহযোগিতা করছি।
কালিহাতীতে দিবানিতা কালিপূজার সফল আয়োজনে বিশেষ অবদান রেখেছেন জয়কালি বাড়ী মন্দিরের সভাপতি সুদেব দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেন, সিনিয়র সহ-সভাপতি শায়ন সাহা চৌধুরী সাধন, সাংগঠনিক সম্পাদক শুশান্ত ঘোষ এবং ভোলানাথ রাজবংশী।
এই পবিত্র উৎসবে কালিহাতীর প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি এবং সম্প্রীতির বন্ধনে ভরপুর পরিবেশ ভক্তদের মাঝে আধ্যাত্মিক আনন্দ ছড়িয়ে দিয়েছে।
Leave a Reply