নলছিটিতে জাতীয় যুব দিবস পালিত।
ঝালকাঠি প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ঝালকাঠির নলছিটিতে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৪।
শুক্রবার (১নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেলিনের সার্বিক ব্যাবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম, সমবকয় কর্মকর্তা এস এম মাহফুজ, বণ কর্মকর্তা মোঃ সহিদ উদ্দিন ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মোঃ এনায়েত করিম।
সুজন-সুসাশনের জন্য নাগরিক ও উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক মোঃ আক্তারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যুব সংগঠক মোঃ খালিদ সাইফুল্লাহ, সফল উদ্যোক্তা আরিফুর রহমান শুভ প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষ প্রাপ্তদের মাঝে সনদপত্র, উদ্যোক্তাদের মাঝে যুবঋনের চেক ও উপস্থিত যুবকদের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply