বহুত্ববাদী সমাজ বিনির্মানে অসাম্প্রদায়িক নাগরিক দরকার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
“জেন্ডার সংবেদনশীলতা চর্চা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আজ সিংগাইর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে জেন্ডার, বৈচিত্র্য ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিংগাইর উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি নারীনেত্রী পারভীন আক্তার এর সভাপতিত্বে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন খেলাঘর আসর এর জেলা সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো।
সেশন ভিত্তিক আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিকী, বায়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন নিরাভরণ থিয়েটার এর সভাপতি সেলিম মাহমুদ, সহকারী শিক্ষক মো. রায়হান হোসেন, সাবেক ইউপি সদস্য ঝড়না আক্তার, উপজেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শামসুন্নাহার মুন্নী, কিশোরী মিতু আক্তার প্রমুখ।
কর্মসূচীর লক্ষ উদ্দেশ্য ও ধারণা নিয়ে কথা বলেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক রিনা সিকদার ও আছিয়া আক্তার।
আলোচনার মধ্যে দিয়ে অংশগ্রহণকারীরা মনে করেন সমাজে বহুমতপথের মানুষের মৌলিকতাকে মেনে নেয়/ স্বীকার করা ও শ্রদ্ধাশীল হওয়ার মধ্যে দিয়ে একটি বহুত্ববাদী নারীবান্ধব সাংস্কৃতিক সমাজের দিকে ধাবিত করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
Leave a Reply