সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় পাথর বোঝাই ১ টি ট্রাক আটক।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সোনামসজিদ সীমান্তে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক বেলা ১২.৩০ টায় সোনামসজিদ বিওপি’র নাঃ সুবেঃ তুষার কান্তি বিশ্বাস এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ১টি ট্রাকে তল্লাশী চালায়। ৫২টন পাথর বোঝাই ১টি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করতঃ আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply