1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নরসিংদী হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার - OnlineTV
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

নরসিংদী হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নরসিংদী হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আটককৃত ব্যক্তি হলেন: শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী।

পলাতক অবস্থায় সে নরসিংদী সহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো।

বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করতে সক্ষম হোন।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে তার ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন।

পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন পুলিশ।

আরও জানা যায়, আটকৃত লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী।

তাহার বিরদ্ধে নরসিংদীসহ আশপাশের থনায় হত্যা সহ ৭ (সাত) টি মামলা রয়েছে।

পরে তার বিরদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশী প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost