বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ থেকে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার।
শার্শা, যশোর প্রতিনিধিঃ
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (৩ নভেম্বর) বিকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৫টার দিকে বেনাপোল রেল স্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ট্রেনের মধ্যে একটি ব্যাগ থেকে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য জব্দ করা হয়।
যার সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply