সরিষাবাড়ীতে বোনের জমি ভাইকে লিখে না দেওয়ায় ধান কেটে নিলো ভাতিজা।
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে সরিষাবাড়ীতে বোনের জমি ভাইকে লিখে না দেওয়ায় ভাতিজার বিরুদ্ধে চাষাবাদে বাধা ও জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এঘটনা মহাদান ইউনিয়নের খাগুড়িয়া মধ্যপাড়া এলাকায় ঘটেছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে ভুক্তভোগী দুই বোন বিউটি ও বিলকিস বেগম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
পরে অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায় আবাদকৃত ৩০ শতাংশ জমির ধান কেটে নেয়ার চিত্র।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩ নভেম্বর) সকালে বিপ্লবের ছেলে সাখাওয়াত হোসেন তার লোকজন নিয়ে এঘটনা ঘটিয়েছে।
জানা যায়, উপজেলা মহাদান ইউনিয়নের খাগুরিয়া মধ্যপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেন মাস্টারের দুই ছেলে ও দুই মেয়ে।
তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তির বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। পরে স্থানীয়রা সামাজিকভাবে বিচার সালিশির মধ্য দিয়ে সবাইকে পৈত্রিক সম্পত্তির প্রাপ্ত অংশটুকু বুঝিয়ে দেন।
পরে বিউটি ও বিলকিস বেগমের প্রাপ্ত অংশটুকু তাদের ছোট ভাই লিটনের কাছে চাষাবাদের জন্য রেখে যান। লিটন সেই জমি চাষাবাদ করেন এবং বোনদের দেখভাল করেন।
এদিকে বড় ভাই বিপ্লব ও তার পরিবারের অভিযোগ, বোনদের সম্পত্তি কেন লিটনকে একক ভাবে তারা দিয়েছেন।
দিলে দুই ভাইকেই সমান করে দিতে হবে। আর এই নিয়েই লিটন ও দুই বোনের সাথে বড়ভাই বিপ্লব ও তার পরিবার বিবাদ চলে আসছে।
জানা যায়, বিপ্লব প্রবাসে থাকায় তার ছেলে সাখাওয়াত হোসেন এলাকার কিছু লোকজন নিয়ে লিটনের লাগানো ৩০ শতাংশ জমির ধান কেটে নিয়ে যায়।
পরে এই নিয়ে বিউটি বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ধান কাটার বিষয়ে অভিযুক্ত বিপ্লবের ছেলে সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে বিপ্লবের স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার শশুরের সম্পত্তি তারা জোরপূর্বক বেশি দখল করে চাষাবাদ করছে।
গ্রামবাসী এই অন্যান্য দেখে তারা নিজেরাই ধান কেটে দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে।
ভুক্তভোগী লিটন মিয়া বলেন, আমার বড় ভাই বিপ্লব ও তার স্ত্রী আমাদের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বোনদের কখনোই তিনি কোন খোঁজ খবর নেননি।
তাই তারা তাদের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি চাষাবাদের জন্য আমার মধ্যে রেখে যান।
আমার বাবা মা দুজনেই মারা গেছেন।
এখন বোনরা আমার ওখানে আসা-যাওয়া করেন।
আমিই তাদের দেখভাল করি। বোনদের জমিতে আমি আমন ধান চাষ করেছিলাম।
ভাতিজা সাখাওয়াত হোসেন তার লোকজন নিয়ে সেই ধান কেটে নিয়ে গেছে।
বড়ভাই বিপ্লব তার অংশের জমি সব বিক্রি করে এখন আমাদের সম্পত্তিতে ভাগ বসাতে চাচ্ছেন।
আমাকে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও এঘটনা সুষ্ঠু তদন্তসহ বিচার চাই।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply