নিখোঁজের ৮ দিন পর গর্ত থেকে পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার।
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলার মুশরইল গ্রামের একটি ধান ক্ষেতের ভেতরের গর্ত থেকে মো. মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার দুপুর পর স্থানীয়রা ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সে গুলো উদ্ধার করে।
নিহত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান উপজেলার মুশরইল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ও মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহত পরীক্ষার্থীর খালু মো. মহব্বত জান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত বুধবার সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়।
নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি।
দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন।
সেখানে গিয়ে তাকে না পাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন।
এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পরেন।
এরমধ্যে আজ দুপুরের পর স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দেখে।
এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়।
সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ রয়েছে।
এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মরদেহ বলে সনাক্ত করে।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুল বলেন, এ সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি।
এখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply