চারঘাট, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গোপালপুর গ্রামে খোরশেদ আলী (৬৫), পিতা মৃত আব্দুল চশমা গতকাল শনিবার সকাল ৮ টার সময় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ভোরে হাটাহাটি করে বাড়িতে কেউ না থাকায় মানসিক চিন্তা সহ্য করতে না পেরে আত্নহত্যা করেন।
এ বিষয়ে তার বড় ভাই আব্দুল মজিদ চশমা জানান, তার সব জমি জায়গা তার দুই মেয়ের নামে রেজিস্ট্ররি করে দেওয়ার পর থেকে অভাব অনটনে থাকে।
পরে কিছু জমি তার মেয়েকে দিয়ে বিক্রি করে কিছু দিন চলে তার সংসারে আবার চলে আসে অভাব।
কিন্তু আর চোখের লজ্জায় মেয়ের কাছে বলতে না পারায় মানষিক চিন্তায় বাড়িতে তার স্ত্রী, ছোট মেয়ে না থাকায় আত্নহত্যার পথ বেচে নেন।
এই বিষয় চারঘাট থানার ওসি আফজাল হোসেন বলেন, পারিবারিক অভাব অনটন মানষিক সমস্যার কারনে তিনি আত্নহত্যা করেন।
এ ব্যাপারে চারঘাট থানায় একটি ইউডি মামলা রুজু হয়।
Leave a Reply