জমিয়তে উলামায়ে ইসলামের গণসংবর্ধনায় তালহা আলমকে সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা।
সুনামগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণসংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর, শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শায়খ মাওলানা হুসাইন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, জেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুশ শহিদ জামলাবাহী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এম আব্দুল হাফিজ’র সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ মু. রশিদ আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শায়খ মাওলানা আব্দুশ শহীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন- “সৈয়দ তালহা আলম সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা আছে।
তালহা একজন সৎ,কর্মনিষ্ঠ প্রার্থী।
তাকে সবাই পছন্দ করেন।
তালহার চাল- চলন আমরা দেখেছি।
সে যুবক মানুষ।
রাজনৈতিক অঙ্গনে সে একজন পারফেক্ট মানুষ।
তাকে আমরা কেন্দ্র থেকেই পরামর্শ করে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাদের কাছে তুলে দিলাম।
ইনশাআল্লাহ, তাকে আপনারা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন।
তালহাকে সংসদে পাঠালে ইনশাআল্লাহ অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাবে।
তিনি বলেন, তালহাকে আপনারা সম্ভাব্য প্রার্থী হিসেবে বলেছেন।
তালহা সম্ভাব্য প্রার্থী নয়,তাকে আমরা নিশ্চিত প্রার্থী হিসেবে ঘোষণা দিলাম।
সংবর্ধনা অনুষ্ঠানের পর শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৩ আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ তালহা আলম।
উপজেলা কমিটিতে সভাপতি পদে মাওলানা হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে এম আব্দুল হাফিজ ‘র নাম ঘোষণা করেন তিনি।
Leave a Reply