বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে গেছে ৮ টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে।
ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার সম্পদ।
২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের পশ্চিম জামে মসজিদের সামনের দোকানগুলোতে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল এবং ঠাকুরগাঁও সদর থেকে আসা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আবেগ ।
এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী থানা পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা কাজ করছেন।
লাহিড়ী বাজারের তেল ব্যবসায়ী সুমন এন্টারপ্রাইজের কর্মচারী আবু সাঈদ জানান, সকালে প্রেট্টোল বিক্রির সময় হটাৎ করেই আমার হাতে আগুন লেগে যায়।
এরপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কিভাবে আগুন হাতে এলো পরিস্কার করে বলতে পারছেন না তিনি।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, তেলের দোকানের সামনে ফেলে দেওয়া সিগারেটের আগুন মুহুর্তে গিয়ে ধরে তেলের দোকানে।
এরপরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। আগুনের উত্তাপের কারণে কাছে যেতে পারেনি কেউ।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, খবর পেয়ে সাড়ে ১০টায় ৫টা ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসে।
৮টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে দুটি দোকান ডিজেল-পেট্টোল-অকটেন ও গ্যাসের।
আগুনের সঠিক সুত্রপাত খুজতে আমরা অনুসন্ধান করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, নিয়মনীতি না অনুসরণ করে যত্রতত্র উন্মুক্ত স্থানে পেট্টোল-গ্যাস বিক্রির কারণে এসব ঘটনা ঘটছে।
প্রশাসন এসব উন্মুক্ত স্থানে দোকানগুলোকে আগে থেকেই সতর্ক করে আসছে।
এবার কঠোর অবস্থানে যাবে।
Leave a Reply