বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন সাংবাদিকের মাথায় ৫টি সেলাই!
নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক মারাত্মক আহত ও মাথায় ৫টি সেলাই।
গত ৪ই আগস্ট গাজীপুর শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টারবাড়ী প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড সংলগ্ন ২নং গেটের সামনে অনুমানিক দুপুর ২.৩০ টার সময়ে এসময়‘র স্টাফ রিপোর্টার, দৈনিক গণজাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম (দুখু) দুর্বৃত্তদের হামলার শিকার হন।
পেশাগত দায়িত্ব পালন করার সময়ে ২০/৩০ জন দুর্বৃত্ত লাঠি সোঠা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে।
দুর্বৃত্তদের লাঠি আঘাতে তার মাথা ফেটে যায়।
এই সময়ে দুর্বৃত্তরা তার ব্যবহৃত একটি মোবাইল সেট ও ক্যামেরা নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সাংবাদিককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত সাংবাদিকের মাথায় ৫টি সেলাই লাগে।
তিনি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা বালিজুড়ি গ্রামের মোঃ আব্দুল ছালামের ছেলে মোঃ শফিকুল ইসলাম দুখু (৩৬)।
দুর্বৃত্তদের হামলার ঘটনার ঐদিনই তিনি আইনগত সহায়তার জন্য শ্রীপুর থানায় অবগত করেন।
পর শ্রীপুর থানার (ওসি) বলেন আপনি আগে সুস্থ হন, এখন দেশের পরিস্থিতি ভালো না দেশে স্বাভাবিক হলে আপনার উপর হামলার বিষয়টি নিয়ে আমরা দেখবো।
বেশ কয়েকদিন পর কিছুটা সুস্থ হয়ে থানায় গিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গত ২৭ আগস্ট তারিখে শ্রীপুর মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করে।
অভিযোগের দুইদিন পর (এ.এসআই) মোঃ নুরুল আলম তদন্তে আসে।
এরপর অনেক দিন অতিবাহিত হলেও আইনগত ব্যবস্থার নেই প্রক্রিয়া।
গত ৫ই নভেম্বর তারিখে শ্রীপুর মডেল থানায় উপস্থিত হয়ে সাধারণ ডাইরি করেন। জি.ডি নং-২৬৩ এত।
এই অভিযোগের আইও (এ.এসআই) নুরুল আলমকে কল দিলে তিনি রিসিভ করেন না বলে আহত সাংবাদিকের অভিযোগ।
সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (দুখু) এক সূত্রে জানতে পারেন সাংবাদিককের উপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারীদের সাথে রক্ষা দফা করছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জনাব জয়নাল আবেদীন মন্ডলের সাথে সাক্ষাতে কথা বলে জানা গেছে সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলার বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply