1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রাকিব হোসেন মিলন এর টেলিভিশন সাংবাদিকতায় সনদ অর্জন - OnlineTV
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

রাকিব হোসেন মিলন এর টেলিভিশন সাংবাদিকতায় সনদ অর্জন

রাকিব হোসেন মিলন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

টেলিভিশন সাংবাদিকতায় সনদ অর্জন করলেন রাকিব হোসেন মিলন।

নিজস্ব প্রতিবেদকঃ 

সাংবাদিকতায় দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ রেখেছেন রাকিব হোসেন মিলন।

এবার টেলিভিশন সাংবাদিকতায় সনদ অর্জন করলেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেএম) থেকে সদ্য এই সনদ লাভ করেন মেধাবী সাংবাদিক ও ডেইলি মর্নিং অবজারভারের স্পেশাল করেসপন্ডেন্ট রাকিব হোসেন মিলন।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিজেএম-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে একজিকিউটিভ ডিরেক্টর মাসুম খানের হাত থেকে সনদ গ্রহণ করেন রাকিব হোসেন মিলন। তার এই অর্জনকে ঘিরে সহকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

রাকিব হোসেন মিলনের সাংবাদিকতার যাত্রা শুরু ছাত্রজীবন থেকেই।

লেখালেখির প্রতি তার গভীর ভালোবাসা তাকে একাধিক প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করেছে।

২০১১ সালে রাজধানীর বাংলামোটরের বাংলাদেশ মিডিয়া স্টাডি সেন্টার থেকে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি দক্ষতার এক অনন্য নজির স্থাপন করেন।

ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করার পর কিছু সময় প্রভাষক হিসেবে কাজ করলেও সাংবাদিকতাই হয়ে ওঠে তার মূল পেশা।

বর্তমানে তিনি অনলাইন মিডিয়া দৈনিক বাংলাদেশ নিউজ এবং ইংরেজি অনলাইন পোর্টাল ডেইলি বাংলাদেশ অবজারভার, দুটি জনপ্রিয় গণমাধ্যমের সম্পাদকীয় দায়িত্বে রয়েছেন।

তাঁর দক্ষ নেতৃত্বে এ গণমাধ্যমগুলো পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

সহকর্মীরা মনে করেন, তার পেশাদারিত্ব এবং ভদ্র ব্যবহার তাকে সবার থেকে আলাদা করেছে।

একজন সহকর্মী বলেন, “রাকিব ভাই শুধু মেধাবী সাংবাদিক নন, তিনি একজন চমৎকার মানুষ।

তার সঙ্গে কাজ করা আমাদের জন্য শিক্ষণীয়।”

বিজেএম অনুষ্ঠানে বক্তব্য সনদ প্রদান অনুষ্ঠানে রাকিব হোসেন মিলন সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সুযোগ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

বিজেএম-এর প্রশিক্ষণকে তিনি সাংবাদিকতার জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির ধারাবাহিক সফলতা কামনা করেন।

রাকিব হোসেন মিলনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সাংবাদিকতা জগতের জন্য একটি অনুপ্রেরণা।

তার সততা, নৈতিকতা এবং মেধার মিশেলে সাংবাদিকতার জগতে আরও অনেক সাফল্যের অধ্যায় রচিত হবে বলে আশা করেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost