“এসময়” সম্পূর্ণ নতুন আঙ্গিকে

“এসময়” সম্পূর্ণ নতুন আঙ্গিকে

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “এসময়” সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও কলেবরে যাত্রা করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক//

সারা বিশ্বের সর্বশেষ সংবাদ নিয়ে সমাজের সমসাময়িক অসঙ্গতি এবং সুসঙ্গতিসমুহ জনসমক্ষে তুলে ধরার ব্রতে “এসময়” এর পথ চলা। আপনারাও আমাদের সাথী হতে এগিয়ে আসুন। “এসময়” এর মাধ্যমে তুলে ধরুন আপনার আশপাশের সব বস্তুনিষ্ঠ নিউজ। সে হোক অর্থনীতি, রাজনীতি, ধর্ম, তথ্য-প্রযুক্তি, পরিবেশ, কৃষি, শিল্প, বাণিজ্য, স্বদেশ, বিদেশ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, অপরাধ, দুর্ঘটনা, আইন- আদালত, বিচার, সাহিত্য-সাময়িকী, কৃষ্টি-কালচার, ভ্রমণ, আনন্দ, উন্নয়ন অথবা অভুতপূর্ব ঘটনাবলী যা এই মাত্র ঘটেছে, যেটা এর আগে আর ঘটেনি, সে রকম সব কিছুই ফুটিয়ে তুলুন আপনার সৃজনশীলতার ছোঁয়ায়। মানুষের মনের খোরাক পেয়ে যাক “এসময়” এর পাতায় এই কামনায় ছুটে চলা দুরন্ত সব “এসময়” পরিবারের সদস্যদের।

admin
Author: admin

administrator

Related Articles