pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

চিলমারীতে “দারুন নাজাত মাদ্রাসার” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চিলমারীতে “দারুন নাজাত মাদ্রাসার” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চিলমারী (কুড়িগ্রাম) থেকে হাবিবুর রহমানঃ 

কুড়িগ্রামের চিলমারীতে “দারুন নাজাত মাদ্রাসার” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৮ ডিসেম্বর, শনিবার  দুপুরে “দারুন নাজাত মাদ্রাসার” আয়োজনে, পাত্রখাতা দারুন ইখলাস নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, হাফেজ ক্বারী মোঃ উমর ফারুক মেজবাহ উপস্থাপনায় এবং মোঃ সাহাবুদ্দিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চর সিতাইঝার নূরাণী ও হাফিজয়া মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ মোশারফ হোসেন, থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওঃ মুফতি মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওঃ মুফতি মোঃ শহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে অত্র মাদ্রাসার ২০২৪ সালের নূরানী সমাপনী পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের ও মাদ্রাসার ১ম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় , তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।

এসময়/ 

admin
Author: admin

Related Articles