pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0
এসময়

বছরের প্রথম দিনে নওগাঁয় সড়কে ঝড়লো ২ প্রাণ, আহত ৪

বছরের প্রথম দিনে নওগাঁয় সড়কে ঝড়লো ২ প্রাণ, আহত ৪

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁর মহাদেবপুরে বছরের প্রথম দিনে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৪ জন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন।

আহতরা হলেন, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়।

গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসময়/ 

admin
Author: admin

Related Articles