এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা জাুয়ারী ২০২৫ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল , কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন। পরে র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ( অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কফিল উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন মিয়া, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, রেঞ্জ কর্মকর্তা কিশলয় চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম ও ছাত্র প্রতিনিধি মনির ভুঁইয়াসহ প্রমুখ।
এসময়/