pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

কুড়িগ্রাম উলিপুরে সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন 

কুড়িগ্রাম উলিপুরে সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

“কেউ নেই পাশে যার সমাজ সেবা আছে তার ” এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে  জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা  চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান (ভারপ্রাপ্ত)  উলিপুর, কুড়িগ্রাম |

অন্যান্যদের মধ্যে  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগমসহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ এবং উলিপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি সম্পাদকবৃন্দসহ বিভিন্ন সেবাগ্রহীতা ও প্রিন্ট পেপার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময়  উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে, গরিব অসহায় রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয় এবং ঋণ গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয়।

এসময়/ 

admin
Author: admin

Related Articles