pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

গোপালগঞ্জে প্রকল্পের কাজ সম্পন্ন না করে টাকা আত্মসাৎ

গোপালগঞ্জে প্রকল্পের কাজ সম্পন্ন না করে টাকা আত্মসাৎ

বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও ব্রিজ নির্মাণের কাজ শেষ না করেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে টাকা আত্মসাথের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১লা জানুয়ারি) সকালে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালিয়ে এর সত্যতা পায় দুদকের এই টিমটি।

জানা গেছে, ২০১৪-১৫ ইং অর্থবছরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়ুয়াকান্দী গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি সড়ক ও খালের ওপর তিনটি ব্রিজ নির্মাণ কাজ হাতে নেয় গোপালগঞ্জ জেলা পরিষদ।

প্রতিটি ব্রিজে ১২ মিটার করে সংযোগ সড়ক থাকার কথা থাকলেও কাজ শেষ না করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

এদিকে ব্রিজে সংযোগ সড়ক না থাকায় ৯ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে উক্ত এলাকার জনগণ।

মই বেয়ে উঠতে হচ্ছে সেতুতে।চিকিৎসা, শিক্ষাসহ সকল কাজ ব্যহত হচ্ছে তাদের।

এ ভোগান্তির অবসানের শেষ হবেনা এমনটাই ভেবেনিয়েছিলেন উক্ত এলাকার জনসাধারণ।

দুদকের এমন অভিযানে এলাকার সুশীল জনসাধারণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুদকের এমন অভিযান অব্যাহত থাকলে বাংলাদেশ থেকে এমন দুর্নীতি চিরতরে নির্মূল করা সম্ভব।

তারা আরও বলেন আমরা বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি যে, সারাবাংলাদেশে এমন অভিযান ধারাবাহিক ভাবে চালানো হোক এবং এমন ঘৃণিত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এসময়/ 

admin
Author: admin

Related Articles